একটা সময় আপন শহর ছেড়ে
আসতে হয় দূরের কোন শহরে,
জীবন ও জীবিকার তাগিদে
এটা হয় যেন চিরায়িত নিয়মে!

রচনাকাল : ১৮/০৯/২০২০
কাজীরবাগ, মানিকনগর, ঢাকা।