জীবনের অনেক কথা
কথার কথা হয়,
জীবনের অনেক ব্যথা
ব্যথা তো নয়।
তবু তো জীবন চলে
কথার বোঝা বয়ে,
তবু তো জীবন ছুটে
ব্যথা আড়াল করে।
মেঘে মেঘে কালো-
হয়ে ঝরে বৃষ্টি অঝোরে,
বুকের ভেতর ব্যথা-
কান্না হয়ে ঝরে গোপনে।
রাতের পর দিন আসে
দিনের পরে রাত,
রাতের আঁধার কেটে-
আসে পূর্ণিমা চাঁদ!
থামে না জীবন থামে না
জটিল হিসাব নিকাশে,
তবু চিরদিন ছুটে জীবন
পরিপূর্ণতার আশে।
রচনাকাল : ১৩ মে, ২০২৪ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ