অগোছালো জীবনে
নেমেছে আঁধিয়ার,
আলোহীন জীবনে
নেই তো কিছু আর!

হৃদয়পুরে ধূ-ধূ করে
বেজায় তপ্ত বালুচর,
তবু যে জীবন ছুটে
আশায় যে বাঁধে ঘর।

জীবনে আসে যে ঝড়
আসে যে কত তুফান,
তবু মাথা তুলে দাঁড়ায়
দেয় বাঁচার আহ্বান।

কখনো আসে ব্যর্থতা-
কখনো বা সফলতা,
তবু জীবন থামে না-
করে যায় পুনশ্চ চেষ্টা।

এভাবে বাঁচে যে জীবন
যুগের পর যুগ ধরে,
অশ্রান্ত জীবন যুদ্ধে-
অবশেষে এ জীবন টুটে।

রচনাকাল : ২৭ জুন, ২০২৪ খ্রিঃ
রচনাস্থান : কলাবাগান, বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ