তোমার দু'চোখের পাতায়
যাকে নিয়ে স্বপ্ন বেড়ায়,
তুমি ছেড়োনা তার হাত
হতে দিওনা তাকে বেহাত!
প্রেম ডোরে বেঁধো তাকে
বেঁধো তার হৃদয় পরাণ,
স্বপ্নগুলো আঁকো দু'জনে
দু'জনের হৃদয় প্রাঙ্গণে।
তুমি মনকে মনের গভীরে
নিয়ে যাও তুমি সযতনে,
যেমন করে বিটপী শেকড়
ভূতলে যত্নে নিজেকে গড়ে।
সযতনে গড়া তোমার প্রেম
ভাঙতে দিওনা কোন ক্ষণে,
ভেঙে গেলে ভেঙে যাবে মন
যেন চিরভঙ্গুর কাঁচের মতন!
তুমি আঁকড়ে ধরো প্রেম-
যেন বিটপীর শেকড়ের মতন,
তোমার প্রেমের হবে জয়
যেন পৌষের রৌদ্রজ্জ্বল গগণ!
রচনাকাল : ৯ই এপ্রিল, ২০২১
#ফতুল্লা, নারায়ণগঞ্জ