আমি হতে পারিনি তোমার-
ভালো লাগা সেই প্রিয় মানুষ,
যার স্বপ্নে তুমি এখনো ভাসো
তার হাসিতে তুমি এখনো হাসো!
তার প্রেম তোমায় যে রাঙায়
আষাঢ়ের নদীতে যে ভাসায়,
আমি হতে পারিনি তোমার প্রিয়
কেনবা ভালোবাসবে আমায়!
আমার পরাণে নেই অনুভূতি
কি করে বলো প্রেমডোরে বাঁধি,
আমার প্রেমডোর যেন সরলতা
সে যে শাপলায় গাঁথা এক মালা!
আমার সেই মালা ছিঁড়ে গেছে যেন
দূর আকাশের তারা খসার মতো,
আজ মন শুকিয়ে তপ্ত মরু সাহারা
কভু হতে পারিনি তোমার প্রিয় সখা!
অবশেষে আজ স্বপ্নেরা মরে গেছে
মরে গেছে সমুদ্রের জোয়ার ভাটা,
আমিও যেন মরে গেছি অজান্তে
নেই আর আমার কোনো দুঃখ ব্যথা!
রচনাকাল : ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ