হে প্রভু মহান নিরঞ্জন
তুমি আছো যে বিশ্বাসে,
তুমি সাকার নিরাকারে
তুমি অবতার তুমি পবনে।
তব কৃপা বিনে এ জগতে
কেউ হয়নি কখনো সুখী,
তব মঙ্গলময় কৃপা ডালি
তব নিকষা চিরদিন যাচি।
শূন্য অর্ঘ্যথালি পূর্ণ করেছি
বিল্বপত্র, তুলসীপত্র, জলে;
আমি দীন অতি এ জগতে
তব কৃপা যাচি করজোড়ে।
থাক্ যে চিরদিন দুঃখ কষ্ট
তবু করিনা যে কখনো ভয়,
যদি মোর শিরে থাকে তব
কৃপা আশির্বাদ আমি নির্ভয়!
রচনাকাল : ২৬ শে জুলাই, ২০২১ খ্রিঃ