হে বীরমুক্তিযোদ্ধা, হে বীর প্রতীক;
জুতার মালা তোমাকে পরানো হয়নি,
পরানো হয়েছে বাংলাদেশের গলায়
এদেশের মানচিত্রে, এদেশের পতাকায়!
মুক্তিযুদ্ধের চেতনা আজো ম্লান হয়নি
এই চেতনা যে অক্ষয়, চির অমর;
বীর মুক্তিযোদ্ধার অপমান মানবে না,
জেগে উঠবে আবারো সেই একাত্তর!
জাগো হে বাঙালি জাগো হে জনতা
জেগে উঠুক মহান মুক্তিযুদ্ধের চেতনা,
বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল মুক্ত
স্বদেশ দিয়েছিল নতুন পথের দিশা।
হে সূর্য সন্তান, সালাম তোমায়-
ক্ষমা করো হে বীরপ্রতীক বীরযোদ্ধা,
আজ স্বাধীনতা লাঞ্ছিত, অপমানিত
কলঙ্কিত মাতৃভূমি কলঙ্কিত পতাকা!
রচনাকাল : ২৩ ডিসেম্বর, ২০২৪ ইং