সহসা যখন তোমার ভারাক্রান্ত মন,
তোমার দুঃখনাশে গীতার লও শরণ;
হৃদয়পুরে আছে যত দুঃখ ব্যথা ক্রন্দন,
সবিনাশে স্থির হবে হৃদয়ের চলন।
দুঃখ করে কী লাভ হবে? যা হয়েছে ভালোই!
দু'চোখ মেলে দেখো, যা হচ্ছে- হচ্ছে ভালোই;
হৃদয়ের গহীনে আঁধার ঘুচিয়ে দেখো তুমি আলো
যা হবে তা ভালোই হবে হৃদয়ের দ্বার খোলো।
কি হারিয়ে কাঁদছো তুমি অবুঝ বালকের মতো?
তুমি কি তা নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো?
সবি আমার, আমার করে হয়েছে শুধু কালক্ষেপণ
তোমার কি নষ্ট হয়ে গেছে যা তুমি করেছো সৃজন?
দেয়া-নেয়া সবি তো এখান থেকেই তুমি করেছো!
সকল কিছুরই হয়েছে কেবল স্বত্বের অদল বদল;
আজ যা আমার কাল তা তোমার শুধু বদলের খেলা,
পরিবর্তনের নিয়মই এই জগৎ-সংসারের ধারা।
রচনাকাল : ২৯ শে সেপ্টেম্বর, ২০২০
#মতিঝিল, ঢাকা-১০০০