কতোটা দিন ধরে দেখা নেই
নেই কোনো কথা,
হঠাৎ থমকে গেল সবকিছু
সাথী শুধু আমার বিরহ-ব্যথা।
তোমায় ভেবে ভেবে-
আমার রাতগুলো হয় ভোর;
বিনিদ্র আঁখিপাতে ঝরে অশ্রু
অশ্রুধারা আমার শুধু যে দোসর!
তোমায় নিয়ে একটু একটু করে
বুনেছিলাম আমার যতসব স্বপ্ন,
সব আশা আর স্বপ্নে যেন বালি
সবকিছু আজ যেন মরীচিকায় পূর্ণ!
বেদনাবিধুর হৃদয়ে বেদনার সঞ্চার
ভেসে গেছে সব, চারিদিকে পাথার;
তবু আত্মপ্রত্যয়ে বেঁধেছি বুক-
তোমায় ফিরাবো এ আমার অঙ্গীকার।
রচনাকাল: ৩রা ডিসেম্বর, ২০২০ খ্রিঃ
#কাজীরবাগ, উত্তর গোলাপবাগ, ঢাকা-১২০৩