শ্রাবণ মেঘের কালো রঙে রঙে
তোমার চুল যেন সাজে,
তোমার খোঁপায় শোভা পায়
হলুদবরণ কদম ঢলে ঢলে।
তুমি বৃষ্টিতে ভিজে যাও-
এলোমেলো দখিনা সমীরণে,
তুমি বৃষ্টিতে ভিজে যাও-
আমার মনের দুয়ার ছুঁয়ে।
তুমি বৃষ্টি ভেজা অঙ্গে-
এ হৃদয়ে তুমি ফাগুন জাগালে,
তোমার ফাগুনের শতরঙে-
তুমি যে কী আগুন জ্বালালে!
আমি ভেবে পাই না তা শতবার
ডুবে গেছি তোমার প্রেম সমুদ্রে,
তোমার প্রেমের তরীখানি ভিড়িয়ে
তুলে নাও আমায় তোমার তরীতে।
রচনাকাল: ১৮ জুলাই, ২০২০ খ্রিঃ