ফাগুনের আগুন লাগা লগনে
সেজেছে প্রকৃতি নবযৌবনে,
রঙের আগুনে ফুটেছে ফুল
বাসরলতা করেছে ব্যাকুল!
ফাগুনবউ ডেকেছে ফাগুন
হলুদ বর্ণে করেছে ফাগুন বরণ,
হলুদে হলুদে কি যে মনোহর
সে যে এক রঙের শিহরণ!
পলাশ-শিমুল দিকে দিকে
জ্বেলেছে ফাগুনের আগুন,
মানব মনে জাগিয়েছে নেশা
জেগেছে আজ সুপ্ত পিয়াসা!
সমানতালে জেগেছে শিহরণ
প্রকৃতি আর যে মানব মনে,
আজ জেগেছে ফাগুনের শিহরণ
হৃদয়গৃহে হোক প্রিয়সীর আগমন!
রচনাকাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিঃ