বৃষ্টি আসুক এই শহর জুড়ে
মোষলধারায় সেই বৃষ্টি ঝরুক,
এই শহর পরিপূর্ণ ঘনবরষণে
ধুয়েমুছে বৃষ্টিস্নাতে পুণ্য হোক।
পুণ্য হোক বৃষ্টিস্নাতে এই শহরে
আছে যতো জটিল-কুটিল মানুষ;
তাদের হৃদয়ের ঘুছে যাক কালো
ফিরে আসুক মনে চেতনার আলো!
এই শহর জুড়ে বৃষ্টি আসুক-
বিবেকহীন হৃদয় বৃষ্টিস্নাত হোক,
ধুয়েমুছে এক সুন্দর বিবেক হোক
এই শহরে ঘনবরষণে বৃষ্টি ঝরুক।
এই জন্মে যদি না দেখতে পাই-
ভাবনার এ শহরের মানুষগুলো;
পরজন্মে হলেও চাইবো দেখতে
এই প্রার্থনা থাকবে বিধির কাছে।
এই শহর জুড়ে বৃষ্টি আসুক-
বিবেকহীন হৃদয় বৃষ্টিস্নাত হোক,
এই শহর পরিপূর্ণ ঘনবরষণে
ধুয়েমুছে বৃষ্টিস্নাতে পুণ্য হোক;
পুণ্য হোক, বৃষ্টিস্নাতে পুণ্য হোক।
রচনাকাল : ২৮ জানুয়ারি, ২০২১
#উত্তর গোলাপবাগ, মানিকনগর, ঢাকা-১২০৩