গাঁও গেরাম হাওড়ের
সেই যে দুরন্ত বালক,
ক'জন চিনে যে তারে
সে যে ভাটির যুবক!

সংসারী হয় যে কনে
অতি ছোট তবু সুন্দরী,
সেই ছেলে হলো রমেশ
কনে হলো রাধারাণী।

সে যে গান গায় গান
লিখে ভালো বাদ্যকর,
তার গলায় রামায়ণ
পালা যেন মনোহর!

গান আর সুরের যাদু
মন কাড়ে যে সবার,
মনেতে ধর্মভাব সতত
ধর্মকথা যেন কণ্ঠহার!

কত গান যে ডায়েরির
পাতায় কত সমাহার,
অনবদ্য শব্দ চয়ন
যেন আত্মবাণী তার।

শিক্ষাজীবন নাতিদীর্ঘ
স্বহস্তলেখা সুন্দর অতি,
নিজ চেষ্টায় বহু প্রতিভায়
জীবন ছিল বিচিত্র অতি।

তার যে গানের সুনাম
আজো দেশ দেশান্তরে,
পরিচিতজনা আজো
তার গুণের কথা বলে।

বিঃ দ্রঃ আমার দাদু স্বর্গীয় রমেশ চন্দ্র দাস এঁর স্মরণে লেখা।

রচনাকাল : ৩০ শে এপ্রিল, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : কলাবাগান, বিসিক,  নারায়ণগঞ্জ