আশ্বিনের এই মেঘে ঢাকা সন্ধ্যায়
তুমি এলে আঁধার গৃহে পূর্ণালোয়,
তোমার আগমনী ক্রন্দন শব্দে-
হরষে অজান্তে সুখে আত্ম হারাই!
কত কথা কত বাণী সময়ে অসময়ে
বিলুপ্ত আজ শুধু তোমার আগমনে,
কত কুজন কত কথা মর্মে লাগে ব্যথা
সব ব্যথা দূরীভূত করে দিল তব বার্তা।
সব আজ চুপসে গেছে চুপসে কুকথা
হৃদয়ে মোর বইছে হরষিত ঝর্ণাধারা,
বেঁচে থেকো তুমি মা শতসহস্র বছর-
তুমি আঁধারে ফোটা দ্যুতি দোলনচাঁপা।
রচনাকাল : ১০ অক্টোবর, ২০২৪ খ্রিঃ
রচনাস্থান : কাজীপাড়া, মিরপুর, ঢাকা।