ধর্মানুভূতি সবার মাঝে আছে
কারো কম কারো যে বেশি নয়,
আপনার যেমন আমার তেমন
তিনি একজনই সবার নিরঞ্জন!
আপনার ধর্ম বেজায় যে ভালো!
তাই যে বাসনা উচ্চে দিতে ঠাঁই,
আমার ধর্ম আপনার কাছে হাসি
তামাশা আঘাত দিলে যে তাই!
সত্যিকারের ধার্মিক যারা হয়
সব ধর্মেতে সমান শ্রদ্ধাশীল হয়,
ধর্মবেশ যাদের আফিমের নেশা
ছড়ায় যে তারা ধর্মবিদ্বেষ হিংসা!
তুমি ভাঙো যে আমার দেবালয়
আমি ভাঙি তোমার প্রার্থনালয়,
আমিও মাতাল তুমিও যে মাতাল
তোমার আমার যে একই পরিচয়!
সময়কাল : ২০ শে জুলাই, ২০২২ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, নারায়নগঞ্জ