এ মনের ব্যাকুলতার সাগরে
ঢেউ উঠে নিশি দিন নীরবে,
এ ব্যাকুলতা যে কেউ বুঝেনি
কেউ শুনেনি কোনো ক্ষণে।

এ মনের ব্যথা মনের ভিতর
দুখের বাগান আমার অন্তর,
কি করে বুঝাবো এ আবেদন
অন্তরে শুধু ঝরে বৃষ্টি রোদন।

এ মনের কথা কেউ বুঝেনা
কেউ শোনেনা গোপন বেদনা,
এ বুকে কষ্টের হাজার পাহাড়
একদিন এ জীবন মানবে হার!

এ জীবন পাড়ি দেয় না ফেরা
চির অচেনা কোনো এক দেশে,
আজো কেউ দিন যে আসিনি
কভু আসিনি কোনদিন ফিরে!

রচনাকাল : ১৬ জুন, ২০২৪ খ্রিঃ
রচনাস্থান : কাজীপাড়া, মিরপুর, ঢাকা