বধূয়া চলো ভিজি
বরষার এ বিষ্টিতে,
ছাতা পরে থাক
ভেসে যাক জলে!
বিষ্টি ভেজা স্নানে
উদাস দুপুর ক্ষণে,
চলো হই উদাসী
দু'জন আপন মনে!
প্রেমের রং তুলিতে
চলো ছবি আঁকি,
মাটির বুকে বিষ্টিতে
প্রেমের দুষ্ট আবেগে!
কদমফুলে বিষ্টি পড়ে
আবেগ গুলো যেন ছুটে,
আপন মনে ক্ষণে ক্ষণে
উষ্ণতা ছড়ায় এই মনে!
ভালবাসা লুটোপুটি খায়
যে খেলায় এ বিষ্টিধারায়,
চলো সেই খেলায় ভেসে
যাই দু'জন এ বরষায়!
রচনাকাল : ২২ শে মে ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ