আমার ভালবাসার রাই
থাকে অদূর শহরে,
সে যে আমার মন প্রাণ
তারে বুঝাই কেমনে!
তার বিহনে বিরহী মন
উদাস থাকে সারাক্ষণ,
সে তো মোর স্বপ্নচারিণী
আমার হৃদয়ের রাণী।
শত বেদনায় ব্যথিত মন
তবু গড়েছে হৃদয়ে তাজমহল,
সে তো আমার স্বপ্নচারিণী
সে যে আমার প্রেমের শতদল।
সে তো মোর ভালবাসার রাই
সে যে থাকে অদূর ঠিকানায়,
আমার বিরহী মন তার প্রেমে
নিশিদিন ভেবে বিভোর নিরবে।
রচনাকাল : ১৩ অক্টোবর, ২০২১ খ্রিঃ
স্থান: যমুনা এক্সপ্রেস