আমার কিসে যে বেদনা
আমার কিসে যে যাতনা,
একবারও তুমি ভাবলে না
একবারও তুমি বুঝলে না।
আমার দুঃখ আমার কান্না
বেদনার অশ্রুতে বয়ে বন্যা,
সুখী হতে চেয়েছি তোমায়
চায়নি আমি হিরাচুনি-পান্না।
হৃদয়ের দু'কূলে তোমার বসতি
ভালোবাসি ওগো প্রাণ সজনী,
তোমায় বুকে নিয়ে দিবো পাড়ি
আঁধার ঘেরা শত সহস্র রাত্রি।
তোমার অভিযোগে হলেম বিবাদী
বিনা অপরাধে আমি যে অপরাধী,
জানি না আমার কি দোষ-অপরাধ
বেদনাধারায় ভাঙে হৃদয়ের বাঁধ।
রচনাকাল : ১১ জুন, ২০২০ খ্রিঃ