কখন ভালবাসার আবির্ভাব হয়
সেটা কেউ বলতে পারেনা,
ঠিক যেন- চৈত্রের আকাশে হঠাৎ বৃষ্টির মতো
ঘটে যাওয়া কোন এক ঘটনা।
সেটা আপনাকে ভাবাতে ভাবাতে
নিয়ে যেতে পারে পৃথিবীর কোন এক
চির-অচেনা রাজ্যে, কাজের ফাঁকে;
হঠাৎ যখন ভাবনার বিভোরতা কেটে যাবে
তখন হয়তো- ভাবতে ভাবতে এক টুকরো হাসি
ভরে দিয়ে যাবে আপনার হৃদয়ের জগতটাকে।
তখন হইতে ভালবাসার পরীটি আর আপনার
পথ ছাড়বেনা; সব সময় যেন পথরোধ করে রাখবে,
আপনার হৃদয় জগৎ, ডায়েরির পাতা আর
মানিব্যাগের কোন এক অংশ জুড়ে;
সব সময় আপনার পাশে সে যেন কান পেতে আছে।
চিঠির বিলুপ্তে হয়ত আপনি কথামালার ঝড় তুলবেন
সামাজিক মাধ্যমে বা মোবাইল ফোনের ক্ষুদে বার্তায়;
অথবা মোবাইল ফোনে আলাপ-চারিতায় মেতে থাকবেন-
সেই পরীটির সাথে,
যার প্রেমে আপনি নিজেকে হারিয়েছেন,
সবার অজান্তে।
অনেকদিন পর,
হঠাৎ একটা ঝড় এসে হয়তো আপনার হৃদয়ের
জগতটাকে এলোমেলো করে দিবে,
আপনার ভাবনার জগতটা থমকে দাঁড়াবে-
কোন এক বাঁধার দেওয়ালে;
আপনার বেদনার শোকে ঝরে পড়বে
সেই গোলাপ ফুলটিও,
যে ফুলটি আপনার ভাবনার জগত রাঙাত।
আপনার হৃদয় নদীতে বেদনার বরষা হানা দিবে
আর আপনি তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে-
চিন্তায় মগ্ন হবেন আর মাঝে মাঝে হয়ত
সিগারেট ফুঁকাতে ফুঁকাতে জানালার পাশে এসে দাঁড়াবেন
আর ভাববেন এলোমেলো চিন্তায়।
অতঃপর, সব হারিয়ে অন্যজগতে আপনার পদচারণা,
যা হয়তো কখনো ভাবেননি, এই টুকুও ভাবেননি
আপনার ভাবনার হৃদয়ের মানুষটি চলে যাবে দূরে-
আপনার কাছে রেখে যাবে সে অজস্র স্মৃতি,
অজস্র কথামালা;
অবশেষে আপনার হয়তো কিছু নেই-
শুধু হাহাকার! আপনার হৃদয়টি যেন সাহারা মরুভূমি!
এই যেন বেদনা বিধুর ভালবাসার ইতিকথা।
রচনাকাল : ১০ জানুয়ারী, ২০১৭ খ্রিঃ