ভালোবাসা দিয়েছে
আমায় লাঞ্ছনা,
তবু কুড়িয়েছিলাম
তোমার ভালোবাসা।

যতনে যতনে
হৃদয় নিকেতনে,
প্রেম যে ছিল-
কত যে সযতনে।

সেই প্রেম দিয়েছে
দু'চোখে অশ্রুজল,
অশ্রুজলের ভাষা
তুমি তো বুঝোনি!

ব্যথিত এ হৃদয়
বার বার পেয়েছে-
বেদনাবিধুর কত যে-
রহস্যঘেরা ছল!

মরা কার্তিক যেন-
আমার হৃদয়খানি,
তাই নিরবে সহে
হই যে চৌচির মাটি!

একদিন তব নিকট
আমিও বিলুপ্ত হবো,
যেমন সদ্য বিলুপ্ত
হয়েছে প্লেটো গ্রহ!

রচনাকাল : ১৬ নভেম্বর, ২০২১ খ্রিঃ
স্থান: বিসিক, ফতুল্লা,  নারায়ণগঞ্জ