আজ বন্য প্রাণীগুলো বিপন্ন
মানুষের শ্রেষ্ঠত্বের কাছে হত,
ওরা যে অবলা, ওরা অসহায়
ওরা আজ ভীত মানুষের হানায়।
ওদের আবাসস্থল বন-জঙ্গল
ওদের আবাসস্থল জলাভূমি-জল,
ওরা আজ কোথাও নিরাপদ নয়
সবখানে ওরা ভীষণ বিপন্নময়।
বিশ্বজুড়ে মানুষরুপি অসুরের থাবায়
অসহায় জলজ-বন্য প্রাণীগুলো রক্তাক্ত,
আজ এ পৃথিবীর প্রতিটি লোকালয় বা
ওদের আবাসস্থল যেন নরককুণ্ড!
ওদের তো মন কাঁদে সন্তানাদির জন্য,
ওরা তো বাঁচতে চায় সুন্দর এ পৃথিবীতে;
রক্ষা করতে চায় এ পৃথিবীর ভারসাম্য
ওদের আপন আবাসস্থল যেন নরককুণ্ড!
হে সভ্যতার মানবজাতি,
ওদের বাঁচতে দাও হে পৃথিবী;
ওদের বাঁচাও, আমরাও বাঁচবো
বাঁচাও নয়নাভিরাম বিশ্বপ্রকৃতি।
রচনাকাল : ৪ই জুন, ২০২০ খ্রিঃ