আমি কেন ছিনিয়ে নিলাম
অন্য কারো সম্পত্তি,
আজ আমি নিজেই নিজের
কাছে বড়ো অপরাধী।
কোন্ আদালতে সাজা হবে
একান্ত আমার অপরাধের;
আমি যে অপরাধী, অপরাধী,
আমি অপরাধী হয়েছি ঢের!
আমি ছিনতাইকারী- ডাকাত
পরের প্রিয়তমা করেছি হরণ;
হে প্রভু, তুমি আমাকে সাজা
দাও ভয়ঙ্কর তামিস্র নরকে!
হে প্রভু, আমি অপরাধী-
আমাকে তুমি সাজা দাও,
কালপাশে বেঁধে নিক্ষেপ করো
আঁধিয়ারময় তামিস্র নরকে!
হে প্রভু, আমি তোমার কাছে
আর কিছু চাই না, চাই শুধু সাজা;
আমার অমার্জনীয় অপরাধের
চাই সাজা, সাজা এবং সাজা!
রচনাকাল : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ