তুমি হে মহান প্রভু
ত্রিলোকের স্বামী,
তুমি আছো এই বিশ্বময়
তুমি তো অন্তর্যামী।
এই বিশ্ব সংসার চরাচরে
তোমার করুণা যাচি,
তোমার চিরায়িত নিয়মে
হচ্ছে দিবস রাত্রি।
সভ্যতার ঊষালগ্নে তোমায়
পেয়েছি ত্রয়ী দেবতারূপে,
তুমি সাকার, তুমি নিরাকারে
তুমি পূজিত মন্দিরে মন্দিরে।
তুমি, একং সদ্বিপ্রা বহুধা বদন্তি
যাচি করুণা, যাচি শকতি;
দুঃখ-শোকে, আনন্দ-হাসিতে
তব আশীষ যেন হই প্রাপ্তি।
রচনাকাল : ১৪ মে, ২০২০ খ্রিঃ