নিজের ভুলে দোষী আমি
        আমার দোষেরই পাহাড়,
বলব কারে আমার কথা
       আমি যে একা বড়ো একা!

এ পৃথিবীতে জন্ম আমার
           জন্মই যেন চির অসার,
মনের ভিতর দুঃখের আকর
      দেখিল না কেউ এক নজর!

ব্যথার বেদন কত রোদন
      দিবস নিশি কত আয়োজন,
চারদিকে শুধু ব্যথার ডালি
    নিরবে নিভৃতে ঝরে অশ্রুবারি!

কত ব্যথা বুকের ভিতর-
       বুঝলো না কেউ বুঝলো না,
সহজ সরল জীবন আমার
        হলো যে দুঃখের আঁধিয়ার।

যেদিন হবে শেষ মহাযজ্ঞ
         সেদিন হবে সবি অবসান,
কোথায় রবে দুঃখ ব্যথা
            কোথায় রবে স্বপ্ন আশা!

রচনাকাল : ৭ই এপ্রিল, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : বিসিক,  ফতুল্লা,  নারায়ণগঞ্জ