আর কত কাল রক্তগঙ্গা
বইবে এ সোনার বাংলায়,
আর কত রক্ত মিশবে-
গঙ্গায়, মেঘনায়, যমুনায়!
আমরাও ভূমিপুত্র এ বাংলার
হাজার হাজার বছর ধরে,
তবু আজ আমরা অসহায়
শুধুমাত্র ধর্ম পরিচয়ে!
হে বঙ্গজননী,
তুমি কি পারবে দিতে জবাব?
আর কত কাল কত সহস্র বছর
চলবে এ বিভৎসরূপ ভাব?
তুমি কি পারবে দিতে জবাব?
চারদিকে ভাঙছে দেবালয়
ভাঙছে যে পসরার আলয়,
জ্বলছে আগুন দাউ দাউ-
করে পুড়ছে গৃহ, দেবালয়!
আর কত কাল চলবে এরূপ
হে আমার বঙ্গ জননী?
আঁধার ঘেরা গৃহে জ্বলবে কবে-
আলোর এক উজ্জ্বল দিশারী!
রচনাকাল : ৭ আগস্ট, ২০২৪ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ