আমি চাইনা-
কেউ আমাকে পছন্দ করুক,
আমি চাইনা-
কেউ আমাকে ভালোবাসুক!

আমি চাইনা-
কেউ আমার প্রশংসা করুক,
আমি চাইনা-
কেউ আমাকে সম্মান করুক!

মহাকালের আঁধারের সমুদ্র থেকে
কৃষ্ণগহ্বর থেকে মহাকৃষ্ণগহ্বরে,
আমি চাই নিরবে হারিয়ে যেতে
সকল সীমানা পেরিয়ে সবশেষে!

রচনাকাল : ১৯ জানুয়ারি, ২০২০