ভাসিয়েছি তরীখানি-
তোমার হৃদয় নদীতে,
ফেলেছি মনের নোঙর
তোমার মনের ঘাটে।
লাগিয়েছি দখিনা হাওয়া
আমার রঙিন পালে,
তুমি আছো হৃদয়ে-
দিবস নিশি প্রতিপলে।
সব বাঁধা অতিক্রমে-
ধরবো তোমার হাতখানি,
তুমি আমার রাজরানী
তুমি হে স্বপ্নচারিনী।
আবারও হেঁটে যাবো-
মিরপুর দশ গোলচত্ত্বরে,
হাঁটবো দুজনে গোপনে
রোমান্টিক প্রেমানুভবে!
কে কি বলবে-
আর করিনা তো ভয়!
সাহস দিয়েছে প্রেম-
জয়ী হবে আমাদের প্রণয়।
রচনাকাল : ৩০ অক্টোবর, ২০২০
#কাজীরবাগ, উত্তর গোলাপবাগ, ঢাকা-১২০৩