তুমি যে হৃদয়ের মাঝে
দিবস নিশি আছো মিশে,
তুমি সেই হৃদয়ের দেবী
তুমি আমার হৃদয়ের রাধে।
তোমারি প্রেমে আমি মরেছি
ডুবেছি তোমার প্রেম নদীতে,
তুমি বাঁচাও দু'টি হাত বাড়িয়ে
বাঁধো প্রেমডোরে জন্ম-জন্মান্তরে।
হাতে হাত ধরেছি আমৃত্যু তরে
ভালবাসার পূর্ণতা হোক মিলনে,
যথা: শুক্লপক্ষ পূর্ণতা পায় যে-
পরিপূর্ণ চাঁদের জোছনা রাতে।
দু'জনার হৃদয়ের বাঁধন-
হোক যে শাশ্বত আরো সুদৃঢ়,
এ বাঁধন যাবেনা কখনো ছিঁড়ে-
দু'জনার প্রেম হৃদয়ে লালিত শুদ্ধ!
রচনাকাল : ১৬ জুন, ২০২১ খ্রিঃ
স্থান: ফতুল্লা, নারায়ণগঞ্জ