গ্রীষ্মের খরতাপে অস্থির প্রাণীকুল
ছায়া নেই চারপাশে গরম বিলকুল,
ছটফট করে মানুষ স্বস্তির হাহাকার
বনাঞ্চল কেটে সাফ সবুজ সমাহার!

নিরর্থক সবুজ গাছপালা করে কর্তন
যা কাটে তা করে না কখনো রোপণ,
CO2 রোজ বেশি করে হয় নিঃসরণ
বাঁচার জন্য প্রয়োজন যে বৃক্ষ রোপণ।

সভ্যতার একি হাল করুণ পরিহাস
মানুষ গড়েছে নগর কেটে সব বৃক্ষ,
ঘন সবুজ পরিবেশ সবি হলো ধ্বংস
চলো ফিরাই এ ধরণীর সবুজ তরঙ্গ।

জল বায়ু পরিবর্তনে অশান্ত এ ধরণী
বৃক্ষ রোপণে পুনঃ শান্তভাব গড়ি,
গড়ে তুলি চারপাশে সবুজসমাহার
নতুন প্রজন্মকে দেই সেরা উপহার!


রচনাকাল: ২৯ শে এপ্রিল, ২০২৪ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ