আফিম লাগবে আফিম!
অনুভূতির আফিম বেচি,
এ আফিমের নেশা বেজায়
বেচবো ওটা যেথাই সেথাই!
দেশটা আজ ভরে গেছে
আফিম খোরের দলে রে!
ব্যবসা এবার জমবে ভাল
আয় রে আয়, আয় রে!
লাগবো এবার দল বেঁধে
বেচবো আফিম দলে দলে,
নেশার ঘোরে ভাঙব রে-
দোকান বাড়িঘর আহা রে!
সভ্য সভ্যতা কিছু যে নেই
মনুষত্ব কি ভুলে যে গেছি,
আফিম নেশায় গুজবে ছুটি
মনুষত্বের মেরেছি গলা টুটি!
অবশেষে এবার ঘোষণা যে
এলো অধুনা মৃত মনুষত্ব!
পরাজিত হলো যে মানবতা
বিজয়ী বেশে সম্মুখে বর্বরতা!
রচনাকাল ৩০ শে জানুয়ারি, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : ফতুল্লা, নারায়ণগঞ্জ