জীবনের ছোট তরীখানি
বেঁধেছি প্রেমের সাথে,
সেই তরীটির দুই মাঝি মোরা
দাড় টানি একসাথে ।
ঝড় ঝঞ্ঝায় দুলে ওঠে তরী
কত মেঘ আসে যায়-
তবুও ছাড়ি না হাল একসাথে চলি
সে প্রেমের নৌকায় ।
জোয়ার ভাঁটার আনাগোনা চলে
প্রত্যেক দিন রাতে...
শপথ নিয়েছি তাই- হাল ধরে রাখি
দুজনার শক্ত হাতে ।
আমরা দুজনা স্বর্গ এনেছি
এই ধরণীর 'পরে,
আমরা দুজনা এক হয়ে বাঁচি
জীবনের সংসারে।
জানি হয়তো কোন এক রাতে
ভেসে যাবে এ জীবনের তরী ,
তবুও আমরা একসাথে রব
চিরকাল হাত ধরি ।
হয়তো বা সূদূর আকাশমাঝে
রব শঙ্খচিল হয়ে বাঁচি
জানব মনেপ্রাণে আজো একসাথে
তুমি আছ, আমি আছি।।