জানলা দিয়ে দখিণ হাওয়া
বলল ঘরে এসে,
গায়ে মাথায় হাত বুলিয়ে
এলোমেলো হেসে।
কোথায় ছিলিস এমন দিনে
তোকেই খুঁজে ফিরি,
তুই যে আমার মনের মানুষ
আমার প্রিয় নারী ।
চল না কোথাও ঘুরে আসি
আজ এই ফাল্গুনে-
পলাশ ফুলে সাজিয়ে দেব
তোর ওই এলো চুলে।
কপাল জুড়ে টিপ এঁকে দিস
কাজল টানিস চোখে,
আগুন রঙা শাড়ির আঁচল
তোকে দেখবে হাসিমুখে।
নারী হেসে বলল তাকে
শোনরে দখিণ হাওয়া...
আজকে বোধহয় আর হবে না
তোর সাথে এই যাওয়া।
ছোট্ট সোনা আসবে এখন
স্কুলের থেকে ফিরে -
এসেই সে তো আমায় খোঁজে
যায়না আমায় ছেড়ে।
কালকে আবার আসিস ফিরে
দেখবো যদি পারি...
আজকে এখন যা তুই চলে
হাতের কাজ সারি।
এমনি করেই দিন চলে যায়
হয়না কভু যাওয়া ,
নারীর কাছে ঘর যে আগে
ওগো দখিণ হাওয়া।।