আমায় একটা পাথর দিবি?
সাজাবো ঘরের কোণে...
ভাবব মনে বেড়িয়ে এলাম
দূরের পাহাড় ঘেরা বনে।
আর একটা ছবি আঁকিস
নীল সাগরের তীরে,
ভেবে নেব সাগরপাড়ে বসে আছি
তোকেই একা ঘিরে।।
বৃথা অপচয় কিসের তরে
বেড়াতে যাবার নামে?
ছোট্ট চাওয়ার ভিতর থেকেই
সুখের পরশ মেলে।
জীবন তো এক ছোট্ট তরী
তাতে লাগেনা বিশাল বড় পাল!
জীবনতরী তরতরিয়ে চলে
যদি ধরি শক্ত হাতে হাল।।
কত কথাই তো হয়েছিল
সুখের সেসব দিনে-
কত কিছুই তো বলার ছিল
আর তো পড়েও না মনে।
এমন করে সকল চাওয়া
ছোট্ট হয়ে থাক্,
না পাওয়ার দুঃখগুলো
স্মৃতি মাঝে হারাক।।