যারা এসেছিলো, ফিরে গেছে।
অনেক তাড়া,
অনেক কাজ।
যারা ছিলো, তারা সরে গেছে
অনেক ব্যাথা
অনেকটা লাজ!
লজ্জা শুকোয় চারার মতো।
রোদের অভাব,
সূর্য নেই!
আগুন আমার ছাইয়ের ভিতর,
জ্বলছে জলের
চাহিদাতেই।
সিদ্ধপুরুষ নপুংশকের,
শিখছে বাণী,
দিচ্ছে জ্ঞান।
আমার মনের বিবেকজ্যোতি,
হাঁপলে চেঁচায়—
“অক্সিজেন!”