শব্দতারে আর বাঁধিনা তোমায়,
বাঁধিনা আর তোমায় শব্দতারে।
কোমল কষ্টে নুয়ে পড়ে শতদল,
রক্তে রাঙা ছন্দের কাঁটাতারে।
ক্লান্ত দেহেই ফিরে আসো বারেবার,
বারেবার আসো ক্লান্ত দেহেই ফিরে।
দুয়ার পারে নিরুপায় বসে আমি,
পরাজিত তুমি সামরিক অম্বরে!
অভিমানী সেই জ্বরেই পোড়ালে শরীর,
শরীর পোড়ালে সেই অভিমানী জ্বরে।
শুষ্ক পিদিমে তৈল রূপেই এসো,
ইচ্ছে আলো সাজিও আঁধার ঘরে!
চোখ মেলে দেখো ধাত্রীর হাহাকার,
হাহাকার দেখো ধাত্রীর চোখ মেলে।
ঋতু পথ জুড়ে শিউলি পলাশ মিছিল,
তবু ফুল ফোটে না বন্ধ্যা মায়ের কোলে!
মিথ্যে কথায় সেজে ওঠে কথকতা,
কথকতা ওঠে মিথ্যে কথায় সেজে।
‘পণ’ নিয়ে পণ ভেঙে ওঠে অনুনাদ,
সত্য নিধনে কলিরও নয়ণ ভেজে!
সজাগ চোখে চেয়ে থাকে ‘পৌকাই’,
‘হাকাওয়াই’ ওড়ে কলির আকাশ জুড়ে।
তাই শব্দতারে আর বাঁধিনা তোমায়,
বাঁধবোনা আর তোমায় শব্দতারে!