বকেয়া ক্ষতির হিসেবটুকু, মিটিয়ে দেবো সুদে-আসলে।
আবেগ সাথী কলম প্রিয়, দিলাম তোমায় ছুটি।
কবি হত্যার কিনারা হয়না, ভিড় ঠাসা ওই শব্দ-মিছিলে।
শুষ্কতাতেও সিক্ত ভীষণ সমালোচকের নয়ন দুটি!
লেখাপড়ার এই ইন্দ্রজালেই, বুনেছি আমি কাব্য পাহাড়।
গলগ্রহের জীবনটাতেও আবেগ ফুরিয়ে এলো।
তিরস্কারের চাবুক পরে, বাস্তবতার লালচে প্রহার।
অশ্রুস্নাত পাণ্ডুলিপি নোনায় মিশে গেলো।
তাসের ঘরে মিথ্যে আশা, দমকা ঝড়ে লুটিয়ে পড়ে।
মাঝ-বহরি নয়ন যুগল, শুকিয়ে ফেলে জল।
স্বপ্ন মানেই দুর্জ্ঞেয় পথ, ‘মন ফেরারী’ ফিরলো ঘরে!
গুল্ম ডালে ফলবে কি আর— চিত্তৌশধী ফল?
স্বপন শোকের ছাই ভাসে তাই মাত্রাহীনের ছন্দপতন।
বিস্ফোরণের কলম মাখে জনমদুখীর কালো।
তবু দেহান্তরেরই মন্ত্রে হলে, ফিনিক্স পাখির দহন যাপন—
ভস্মাবৃত দস্যু তোমায় আবার বাসবে ভালো!