মানুষের ভুল আর ভুলের মানুষ
চির পরিপূরক,
অথবা ধ্রুবক!
অহমিকা কীটে বাঁধা নিরেট মানস
সয়েছে আঘাত;
কতো রক্তপ্রপাত!
ডিম ভাঙা খোলে পচে, বিবেক শাবক!
তারা সব দোষী সেজে, কেঁদে বারবার
চেয়ে গেছে ক্ষমা;
পেয়েছে আবার,
নমো-নমো ভঙ্গিতে নিরীহ সাজার,
মিছে ছাড়পত্র;
নিয়ে সর্বত্র
সাজিয়েছে ভুলের বাগান,
নিযুত, হাজার!
অনুতাপে দেখি তার লাল উত্তাপ,
“ক্ষমা চাই, ক্ষমা দাও”— তুলেছে স্লোগান!
নম্র আগ্রাসনে করেছে বিলাপ।
“ক্ষমা চাই, ক্ষমা দাও”— তুলেছে স্লোগান!
বন্ধু, পিতা, কিবা যে বা তুমি প্রিয়,
শুদ্ধ স্মরণে, দুটি স্তবক রাখিও;
ত্রুটির মানুষ আর মানুষের ত্রুটি
যারা বদলেছে কর,
জড় কলেবর।
কে বা তাঁকে করে ক্ষমা, কার অধিকার?
বিবেকের ব্রতী যিনি,
যার বিনয়ী আচার;
ধরাতলে ক্ষমা তাঁর কী বা দরকার?