চোখের কোলে, ঘুমের ছলে, দুঃস্বপ্নেরা বাঁধলো ঘর।
ব্যথিত আশার উত্তমাশায়, নির্বাসিতের জমলো ভিড়।
শব্দের ভিড়ে, অম্বর চিরে, শিথিল নিখিলে উঠলে ঝড়;
শব বাহি সব শৈশবই খোঁজে, সুখদায়ী এক শান্তি নীড়।
সন্ধ্যাতারা ভরসা দিয়ে, মেঘলা চাদরে ঢাকলে মুখ।
চিরস্থায়ী অমাবস্যার, প্রতিজ্ঞা হয় অন্ধকার।
সেই রাত্তিরে ভিজলে নয়ন, শান্তি মাখবে ক্লান্ত বুক!
বন্ধুরা সব পিঠ ফেরালেও, শত্রু ভোলেনা অঙ্গীকার!
আজকাল এই চোখের আলোর, আস্থারা বড় ব্যবস্থাহীন।
তার চেয়ে বরং আঁধারেই আছে স্বপন তৃপ্তি, স্বর্গসুখ!
পিচ গলা রোদে ফিরবে না জানি, টগবগানো ঘোড়ায় মহিন।
তাই সাবধানে গুটিয়ে হৃদয়, কালদর্পণে দেখছি মুখ।
এই শঠ জগতের অনেক মুখোশ,
বাসলো আমায় ভালো।
শুধু আঁধার টুকুই মানুষ করে,
চিনতে শেখালো আলো।
শুধু আঁধার টুকুই মানুষ চিনিয়ে,
বাসতে শেখালো ভালো।