এত বেশি আলো মানুষকে বধির করে দেয়
যেমনভাবে শব্দের ক্রমাগত চিৎকারে
অন্ধ হয়েছি আমি
আজকাল মনে হয় সমস্ত আয়োজনই অতিরিক্ত
সমস্ত ব্যাথাই নতুন কোনো জন্মের অনুভব
অথচ আমরাই শান্তির কুহু তানে
জমিয়ে বসেছি পৈতৃক স্বত্বাধিকার
মানুষের বিপন্নতা বিপণন করে আমরাই বিক্রি করেছি ঘুমের বড়ি
আমরাই আবার প্রোমোটার সেজে
মানুষকে দিয়েছি নির্জন পথবাস
বিলবোর্ড থেকে মুখপত্রিকায় সর্বত্রই ছড়িয়েছি যৌণ বিজ্ঞাপন
আবার আমরাই রাষ্ট্র সেজে প্রচার করছি জন্মনিয়ন্ত্রক বড়ি
এত এত বেশি জন্ম
তার চেয়েও বেশি মৃত্যুর বিয়োগফলে
আমরাই যারা পড়ে রইলাম উদ্বৃত্ত অবশেষে
তাদের এই জীবন
এক কণা বালির ভিতরে জলের ক্লান্ত ঘুম ব্যতীত
আর বেশি কিছু নয়