কাল ধরো যদি হঠাৎ হারিয়ে যাই,
খুঁজবে কি আর আমার ঠিকানা দূরে?
ডাকবে কি আর প্রিয় ডাকনাম ধরে?
ভুলবে বোধহয় জগৎ ঋতে তাই!
যদি পড়ার ঘরে নাইবা খুঁজে পাও।
ছুট্টে কি যাবে অফিস মোড়ের পাড়ায়?
খুঁজবে ভিড়ে, কে সস্তা তামাক পোড়ায়?
অচীন মুখে— চেনা আদল খুঁজে যাও!
কোনো মর্গে যদি আমার খোঁজটি মেলে।
আসবে কি তুমি দেখতে একটিবার?
অভিমানী ঐ চোখে— করবে তিরস্কার?
বংশী সুরে শান্ত তখন; ‘পাগল ছেলে!’
বৃষ্টিভেজা দুঃস্বপ্নে, আসবো আবার ফিরে।
মন ছিন্ন ছন্দ, দেবো শব্দ সূত্রে জুড়ে!