আজ বিকেলে ঝড় উঠবে।
আমার ঘুমন্ত কানে ফিসফিসিয়ে বলে গেলো,
“আমি উঠবো!
তুমি শুয়ে থেকো।”
শুয়ে থেকো, রক্তসলিলে পরিণত হওয়া রণপ্রাঙ্গণে।
শুয়ে থেকো তুমি সদ্য দাফন্ হওয়া সারি সারি কবরের মাঝে।
শুয়ে থেকো, রাত্রি লীলার সাক্ষ্য বহন করা সেই গলির আঁধারে।
শুয়ে থেকো তুমি লোপাট হয়ে যাওয়া কোনো এভিডেন্স ফাইলে।
তুমি শুয়ে থেকো।
আমি আসবো...
চুরি করে পাওয়া খ্যাতি,
নতমস্তকে মৃতপ্রায় শত জাতি।
দূষিত হওয়া গঙ্গার জল,
অধিকার ছিনিয়ে নেওয়ার অহমিকাধীন বল।
সিগন্যালে ভিক্ষে করা সদ্যজাতের হাতে,
লাশের খামারে গড়ে ওঠা কোনো অট্টালিকার ছাদে!
কৃষকের দেহ ঝুলে থাকা সেই বটবৃক্ষের ডালে,
লোকসানি দামে ফেরি হয়ে যাওয়া ঐ কাশ্মিরী শালে।
তুমি শুয়ে থেকো,
আমি আসবো।
ওদের বলে দিও...
আমি আসছি!