জীবনের তরে জীবন দেখেছি ঢের
এখন তোমার জন্য নিজেকে দেখতে চাই

এই যে সৌভাগ্যের রূপরেখা এঁকে দিয়ে গেছো
নিপুণ আল্পনার মতো ফুটে উঠেছে
                               দাম্পত্যের সংসারী জলছবি

আমি দুর থেকে শুনতে পাই কলহের কোলাহল
কাছে এলে দেখি থালা আলো করা ভাত
আর তোমার সজল নয়নে অপেক্ষার মায়ারঙ

আঁচলের বাতাসে মায়ের স্মৃতি
হাতের স্পর্শে বান্ধবীর প্রতিশ্রুতি
চুম্বনে প্রেমিকার বেনুনির মতো শৃঙ্খলা

আমার হারিয়ে যাওয়া জীবনের কলতান
কতো সহজেই যেন ফিরিয়ে দিলে
                                            নূপুরের ঝঙ্কারে
                                                                                
অথচ বুকের কুটিরে আশ্রয়টুকু ছাড়া
                   নিজের জন্য চাইলে না কোনোকিছুই