চুরাশি লক্ষ্য যোনীপথ অতিক্রমের পর,
এই মানবজন্মে আরাম বলে কিছু নেই।
আছে শুধু
হেঁটে চলা দুটি পা,
ভার বাহী দুটি হাত,
রাডারের মতো চোখ,
আর আধপেট মতো ভাত।
ক্ষণিকের কিছু লোভ,
কিছু উপশমহীন ব্যাথা,
চাহিদার মস্করা,
আর বিরামের পানশালা।
কিছু আরামের পিছু নিয়ে,
পথে আবার হোচট খাওয়া।
ধূলো ঝেড়ে উঠে পড়ে,
ফের দুই ঢোক পান করা।
ধূলো ঝেড়ে উঠে পড়ে,
ফের সময়ের ট্রেন ধরা।
চুরাশি লক্ষ্য যোনীপথ অতিক্রমের পর,
এই মানবজন্মে স্বস্তির কোনো ধাম নেই।
সময়ের আদি গন্তব্যই, জীবনের শেষ ধাম।
অবকাশে এই পথিক দেহের, ক্ষণিকের বিশ্রাম।