প্রদীপের গর্ভে
সরিষার চোখে প্রতিফলিত
নির্ঘুম অশ্রুর সরোবর।
অনশনক্লিষ্ট শিখার শৈল্পিক ছায়ায়
দেওয়ালের কোলে খেলা করে
সাধনার জীর্ণতা।
ব্যথার আকাশ—
কপালের বুকে উই ধরা কড়িকাঠে আটকে আছে
তারাদের ছাদ।
যেই ছাদ ভাঙবে না,
উড়বে না কোনোদিনও ঝড়ে।
তারকারা ক্লান্ত হলে,
প্রতিদানে আলো দেবে
পারদের কণাহীন অন্ধের দুইচোখ ভরে।
সেইটুকু আশা নিয়ে, অশ্রুর সরোবরে
টলটলে দুঃখের সুতোয়—
আজীবন শুধু আকাশের কাঁথা সেলাই করে গেছে
আমার মা।