আজকে তুমি চলছো, কেমন নির্দ্বিধায়,
খবর তোমার আছে কি?
নিতে হবে বিদায়।
এখনো তুমি হওনি শামিল,
নামাজের কাতারে,
খেল-তামাশায় থেকে থেকে জীবন,
রাখলে আঁধারে।
এখনো তোমার আছে রে সময়,
আয়রে ফিরে আয়,
আল কোরআনের ছায়াতলে,
ডাকি যে তোমায়।
স্মরণ করো সেই দিনেরই ভয়াবহতা,
যেই দিন এই পৃথিবী হবে চূর্ণ-বিচূর্ণ তা।
কার জন্য করছ তুমি,
হারাম পথে কামাই,
মরলে তোমায় ছেড়ে যাবে, তোমার আপন সবাই।
একটু তুমি চিন্তা করো একা মনে বসে,
সেই দিন তোমার কেউ রবে না, আমল ছাড়া পাশে।
সময় থাকতে এখনই করো, সত্যের সন্ধান,
তার হাতে সপো জীবনটা কে,
যে করেছে দান কর।