আঁখি পল্লবের পলাটে,
রেখেছি তোমার শ্রুতি ময় ললাট।
আমার কৃষ্ণ গহ্বর নিশিতে,
তুমি যেন উদীয়মান পূর্ণিমার চাঁদ।

আমার অন্তর স্থানে তোমার আরাধনা ,
যেন চলেছে অবিরাম,
তোমার শূন্যতায় বিষময় এ হৃদয়
যেন নরাদাম।

আমার রুক্ষ কথা মালায়,
হও না তুমি বিরক্ত,
তোমার শ্রুতিময় কোমলতায়,
অভিযোগ করো ব্যক্ত।

আমি না হয় একটু চঞ্চল,একটু উচলা,
একটু অগোছালো,
দূর করে দাও তোমার ছোঁয়ায়,
আমার আমিত্বে আছে যত নিকষ কালো।

তুমি ঐশ্বর্যশালীনী,তুমি মায়াময়,
তুমি যে আমার প্রিয়তমা,
শত রূপবতী,শত গৌরীর,
হবে না তোমার সাথে উপমা।

-------------০০----------
২৪ মাঘ ১৮২৬-  ০৭- ফেব্রুয়ারি ২০২১