নিষ্ঠুর এই ধরণীর দেখিয়াছি কত রূপ,
মানুষে মানুষে কত ভেদাভেদ,
সৃষ্টি করিয়াছে কত বিরূপ।
মানুষ হইয়াছে স্বার্থন্বেষী, ক্ষমতা লোভী আহা!
ভুলিয়া বসে আছে মনুষত্ব,
ধর্মে শিখাইয়াছে যাহা।
গুরুজনেরা লাঞ্ছিত আজ ,
শিক্ষার নেই যে আঁশ,
শিক্ষাঙ্গন দর্পণ করে যত, শিক্ষিত সন্ত্রাস।
ছদ্মবেশী মানুষগুলো চতুর্দিকে ঘুরে,
ভালো-মন্দ চেনা যায় না এই,
মুখোশধারির ভিড়ে।