হে মৃণালিনী , অপ্সরী, ঐশ্বর্যশালিনী
একটু ভালোবাসা দাও আমায়,
আমার আত্মসিদ্ম সকল ভালোবাসা
দিয়েছি তো তোমার তরে লূটায় ।
তোমার শূন্যতায় আমার গভীরতা
বেড়ে চলে অবিরাম,
তুমি হীনা এ জীবন যেন
...... নরাধাম.........।
কোমল ময় জোছনা ঝরে
যেই হাঁসিতে ,
সেই হাঁসির মর্মদ্ধারে ব্যার্থ কবি
আপন করে লয় তার অদৃষ্টকে ।
কভু ছায়াময় এলোকেশে ঝড়
আমাকে করে উন্মাদ ,
কভু মায়াময় সিক্ত দু চোখ
আমাকে করে আহ্লাদ ।
কভু থমকে যায় আমার চলার পথ
যেমনি থমকে আছে
ঢেউ হীনা নদ ।
হে মৃণালিনী তাকাও এক ফলক
আমি তো মিশে গেছি , তেমতি,
তোমার সাথে
যেমতি, মিশে আছে তোমার নাকেরই নলক ।