কৃষাণ বুনে ফসল আর,
ঝরায় গতরের ঘাম,
ক্ষুধার জ্বালায় অন্ন্য না পায়,
না ফসলের দাম।
ওরা কারা রক্ত চোষা হায়না ,
নিজের অডেল সম্পদ গড়ায় ,
কৃষাণ দানা পায় না ।
তারা কখন আসে নবাব, রাজা
কখন জমিদার বেশে,
সব সালারা এক হয়ে কেন
কৃষকের রক্ত চোষে ।
কি হবে তোর দেশ সাজিয়ে
যদি কৃষক মরে দুঃখে,
কৃষক যদি না থাকে তয়
সবাই মরবি বুখে।